আজীবন সম্মাননা পেলেন কপিল দেব

মাথাভাঙ্গা মনিটর: ভারতের প্রথম বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেবকে আজীবন সম্মাননা পুরস্কার দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।আর ২০১২-১৩ মরসুমে আন্তর্জাতিক ক্রিকেটাঙ্গণে দারুণ পারফরম্যান্সের জন্য বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। গত শনিবার ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাবেক এ অলরাউন্ডারকে কর্নেল সি কে নাইডু আজীবন সম্মাননা পুরস্কারে ভূষিত করা হয়।

২১তম ক্রিকেটার হিসেবে বিশেষ এ সম্মান পেলেন ১৯৮৩ সালে ভারতকে বিশ্বজয়ের উপলক্ষ এনে দেয়া কপিল দেব। প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে পাঁচ হাজার রান করাসহ ৪শ উইকেট নিয়েছিলেন সর্বকালের অন্যতম সেরা এ অলরাউন্ডার। টেস্টে তার মোট অর্জন পাঁচ হাজার ২৪৮ রান এবং ৪৩৪ উইকেট। আর ২২৫ ওয়াডেতে তার রান তিন হাজার ৭৮৩ এবং উইকেট ২৫৩টি। ২০১২-১৩ মরসুমে আট টেস্টে ৪৩ উইকেট নেয়ার পাশাপাশি দুটি অর্ধশতকসহ ২৬৩ রান করেন বর্তমানে টেস্টের সেরা এ অলরাউন্ডার অশ্বিন। চারবার ইনিংসে পাঁচ উইকেট এবং একবার ম্যাচে ১০ উইকেট নিয়েছিলেন তিনি। তাছাড়া এ সময় ১৮ ওয়ানডেতে ২৪ উইকেট এবং চার টি-টোয়েন্টিতে তিনটি উইকেট পান অশ্বিন।