আইপিএল ফাইনালে কোলকাতা নাইট রাইডার্স

 

মাথাভাঙ্গা মনিটর: আইপিএলেরফাইনালে উঠলো কোলকাতা নাইট রাইডার্স। গতকাল বুধবার ইডেন গার্ডেনে বৃষ্টি বিঘ্নিতপ্লে-অফ ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবকে ২৮ রানে হারিয়ে জয় পেয়েছে কোলকাতা। এরমাধ্যমে দ্বিতীয়বারের মতো আইপিএলে চ্যাম্পিয়ন হবার সুযোগ পেলো শাহরুখখানের দল।গতকাল বুধবারের ম্যাচটি হবার কথা ছিলো আগের দিন গত মঙ্গলবার। কিন্তুবৃষ্টিতে মাঠ ভিজে যাওয়ায় একদিন পিছিয়ে দেয়া হয়। গতকালও বৃষ্টি তাড়াকরেছে। প্রথমে ব্যাটিঙে নেমে আট উইকেটে ১৬৩ রান সংগ্রহ করে কোলকাতা।সর্বোচ্চ ৪২ রান করেন উত্থাপা। বিরতির পর ১৬৪ রানের টার্গেটে ব্যাটিঙে নেমে খুব একটা সুবিধা করতে পারেনি প্রীতি জিনতার পাঞ্জাব। দলের পক্ষেওপেনিংয়ে নেমে দ্বিতীয় ওভারের খেলায় উমেষ যাদবের বলে মাত্র ২ রান করেইসাজঘরে যান দক্ষ ব্যাটসম্যান বীরেন্দ্র শেবাগ। এরপরে ষষ্ঠ ওভারের খেলায়মর্নি মর্কেলের বলে আউট হয়েছেন মনন ভোরা। তিনি করেন ১৯ বলে ২৬ রান। অষ্টমওভারের খেলায় উমেষ যাদবপ্যাভিলিয়নে ফেরত পাঠান গ্লেন ম্যাক্সওয়েলকে।ম্যাক্সওয়েল করেছেন মাত্র ৯ বলে ছয় রান। বলা যায় পুরো টুর্নামেন্টে নজরকারাপারফর্মেন্স দেখালেও শেষ খেলায় নিষ্প্রভ ছিলেন ম্যাক্সওয়েল। এরপর কোনোব্যাটসম্যানই ক্রিজে দাড়াতে পারেননি।  শেষ পর্যন্ত পাঞ্জাব ২০ ওভারে আটউইকেটে ১৩৫ রান করতে সক্ষম হয়। দলের অন্যতম খেলোয়াড় সাকিব রান করতে নাপারলেও একটি উইকেট নিয়েছেন।