অশ্লীল নাচ দেখতে গিয়ে বিতর্কে তিন পাকিস্তানি ক্রিকেটার

21khela

পাকিস্তানের ক্রিকেটারদের নতুন কীর্তি। জিম্বাবোয়ে সফরে রওনা হওয়ার কয়েক ঘন্টা আগে লাহৌরের এক প্রেক্ষাগৃহে অশ্লীল নাচের আসরে দেখা গেল তিন পেসার জুনেইদ খান, আনোয়ার আলি ও আলি আসাদকে। এক পাকিস্তানি টিভি চ্যানেলে তাঁদের সেই উদ্দাম আনন্দ উপভোগ করার ছবি দেখল সারা দেশ। পাক ক্রিকেট বোর্ডেও পৌঁছয় তাদের জাতীয় দলের তিন ক্রিকেটারের এই কীর্তির খবর। বোর্ড কর্তারা বেশ অস্বস্তিতে। এই ব্যাপারে মুখ খুলতে চাইছেন না কোনও বোর্ডকর্তা।

দু’টি টেস্ট, তিনটি ওয়ান ডে ও দু’টি টি টোয়েন্টি খেলতে জিম্বাবোয়ে যাওয়ার আগে সাংবাদিকদের ডেকে যখন পাক দলের নতুন ম্যানেজার মইন খান বলছিলেন, “দলের কোনও ক্রিকেটারের উচ্ছৃঙ্খলতা বরদাস্ত করব না”, ঠিক তার পরেই জিও টিভির পর্দায় ভেসে ওঠে জুনেইদ, আনোয়ার, আসাদদের অশ্লীল নাচ দেখে উল্লাসে মেতে ওঠার ছবি। বারবার দেখানো হয় এই দৃশ্য। লাহৌরে এই ধরনের অনুষ্ঠান বেশ জনপ্রিয় বিশেষত এই নাচের জন্য। কিন্তু জাতীয় দলের হয়ে বিদেশ সফরে যাওয়ার কয়েক ঘন্টা আগে কেন তাঁদের এ হেন আচরণ, এর কোনও সদুত্তর কোনও পক্ষ থেকেই পাওয়া যায়নি। না বোর্ডের তরফে, না ক্রিকেটারদের তরফে।

পাকিস্তানের ক্রিকেটারদের নতুন কীর্তি। জিম্বাবোয়ে সফরে রওনা হওয়ার কয়েক ঘন্টা আগে লাহৌরের এক প্রেক্ষাগৃহে অশ্লীল নাচের আসরে দেখা গেল তিন পেসার জুনেইদ খান, আনোয়ার আলি ও আলি আসাদকে। এক পাকিস্তানি টিভি চ্যানেলে তাঁদের সেই উদ্দাম আনন্দ উপভোগ করার ছবি দেখল সারা দেশ। পাক ক্রিকেট বোর্ডেও পৌঁছয় তাদের জাতীয় দলের তিন ক্রিকেটারের এই কীর্তির খবর। বোর্ড কর্তারা বেশ অস্বস্তিতে। এই ব্যাপারে মুখ খুলতে চাইছেন না কোনও বোর্ডকর্তা।

দু’টি টেস্ট, তিনটি ওয়ান ডে ও দু’টি টি টোয়েন্টি খেলতে জিম্বাবোয়ে যাওয়ার আগে সাংবাদিকদের ডেকে যখন পাক দলের নতুন ম্যানেজার মইন খান বলছিলেন, “দলের কোনও ক্রিকেটারের উচ্ছৃঙ্খলতা বরদাস্ত করব না”, ঠিক তার পরেই জিও টিভির পর্দায় ভেসে ওঠে জুনেইদ, আনোয়ার, আসাদদের অশ্লীল নাচ দেখে উল্লাসে মেতে ওঠার ছবি। বারবার দেখানো হয় এই দৃশ্য। লাহৌরে এই ধরনের অনুষ্ঠান বেশ জনপ্রিয় বিশেষত এই নাচের জন্য। কিন্তু জাতীয় দলের হয়ে বিদেশ সফরে যাওয়ার কয়েক ঘন্টা আগে কেন তাঁদের এ হেন আচরণ, এর কোনও সদুত্তর কোনও পক্ষ থেকেই পাওয়া যায়নি। না বোর্ডের তরফে, না ক্রিকেটারদের তরফে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *