অর্থহীনব্রাজিল-ম্যাচে আপত্তি ডাচ কোচের

মাথাভাঙ্গা মনিটর: ব্রাজিলের বিপক্ষে তৃতীয় স্থানের জন্য লড়াইটাকেএকদমই গুরুত্ব দিচ্ছেন না লুইস ফন গাল। বিশ্বকাপের মতো আসরে এ ধরণের স্থাননির্ধারণী ম্যাচকে অর্থহীন মনে করেন নেদারল্যান্ডসের কোচ।ব্রাজিলিয়ায়আগামীকাল শনিবার বাংলাদেশ সময় রাত ২টায় বিশ্বকাপের তৃতীয় ও চতুর্থ স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখিহবে স্বাগতিক ব্রাজিল ও নেদারল্যান্ডস।আরেনা দে সাওপাওলোতে গত বুধবার দ্বিতীয় সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে টাইব্রেকারে ৪-২ গোলে হারারপর ম্যাচটি নিয়ে অনীহা জানিয়ে ডাচ কোচ বলেন, আমি মনে করি,এ ম্যাচের আয়োজন করাইউচিত নয়। এটা আমি ১০ বছর ধরেই বলে আসছি।ফন গালের মতে, ফুটবল টুর্নামেন্টে,বিশেষ করে শেষ পর্যায়ে তৃতীয়-চতুর্থ স্থান নির্ধারণী ম্যাচের জন্যকোনো খেলোয়াড় মুখিয়ে থাকে না। কারণ তাদের দৃষ্টিতে পুরস্কার একটাই- বিশ্বসেরা হওয়া।তবে এ ধরণেরম্যাচ নিয়ে তার সবচেয়ে বড় আপত্তিটা হলো,সেমিফাইনালে ওঠা চারটি দলের মধ্যে একটি দলেরটানা দুটি ম্যাচই হারতে হয়।এতো দারুণ খেলেসেমিফাইনালে ওঠার পর শেষ দুটো ম্যাচ হেরে একটি দলের বাড়ি যাওয়াটা ক্রীড়া-চেতনার সাথে মানানসই নয় বলে মনে করেন ডাচ কোচ।তবে খেলতেইযখন হচ্ছে,তখন আরেকটি বিষয়েও ক্ষুব্ধ ফন গাল। তার দাবি তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেরআগে ডাচ খেলোয়াড়রা হাতে অল্প সময় পাচ্ছেন।