অবশেষে ব্যাঙ্গালুরুতেই আইপিএল ফাইনাল

 

স্টাফ রিপোর্টার: ব্যাঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামেই হচ্ছে সপ্তম আইপিএলের ফাইনালম্যাচটি। চলতি আইপিএল ফাইনালটি মুম্বাইয়ের মাঠে নিতে আপ্রাণ চেষ্টাচালাচ্ছিলো মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ)।ব্যাঙ্গালোরে চলতিআইপিএলের চূড়ান্ত ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে এমনটি নিশ্চিত করেছেনবিসিসিআই সাধারণ সম্পাদক সঞ্জয় প্যাটেল। তিনি ক্রিকইনফোকে জানান, গভর্নিংকাউন্সিল মুম্বাইয়ের অনুরোধ বিবেচনা করেছিলো। কিন্তু শেষ পর্যন্তব্যাঙ্গালুরুকেই ফাইনাল আয়োজনের জন্য চূড়ান্ত করা হয়েছে।

এবারেরআইপিএলের ফাইনাল ম্যাচটি মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ফিরিয়ে আনতে উঠেপড়ে লেগেছিলো মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন। এমনকি এ লক্ষ্যে তারা বলিউডবাদশাহ শাহরুখ খানের ওপর থেকে নিষেধাজ্ঞাও তুলে নেয়। কিন্তু এতো কিছুর পরওগত শনিবারের এক গুরুত্বপূর্ণ সভায় জয়ী হয় ব্যাঙ্গালুরুই।আইপিএল গভর্নিং বডির এ সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন।