শরৎ এলো

– অমিতাভ মীর

নদীতীরে কাশবনে, এ কি হিল্লোল,
দোলনচাঁপার গন্ধে, মন উতরোল!
বহে মাতাল হাওয়া, বন পল্লবে,
শিউলি বিছানো পথ সেজেছে নীরবে।

শিউলি আর শিশিরে হবে মাখামাখি,
ফিরবে পথিক প্রাতে তাই জাগে আঁখি।
শিউলি বিছানো পথ মাড়িয়ে চরণে,
পথিক পথভোলা আসলো আনমনে।

শরৎ এলো, শরৎ, এলো বনে বনে,
সাদা মেঘের খেলায়, রঙ চড়েছে মনে।
পরিযায়ী পাখি সব, ছুটে ছুটে আসে,
ভরা জলে দলে দলে চক্রবাক ভাসে।

এমন শারদ দিনে মন উচাটন,
বহু দূরে সরে গেছে, ছিলো যে আপন।
যেমন তেমন কাটে এই সব দিন,
অস্থির রাত কাটানো বিষম কঠিন।