পথের ফুল

আনিসুর রহমান খান

পথের ফুল তাদের বলি
পথেই যারা কাজ করে
নেই বস্ত্র পায় না খাবার
পথের ধূলোয় বাস করে

পথের বালি চোখের জল
এতেই জীবন হচ্ছে নাস
সুখের স্বপন জল টলোমল
করছে শুধুই পরিহাস।

বড় লোকে স্বপ্ন দেখে
গরীব লোকের স্বপ্ন নাই
শান শওকত লাগবে না কো
এক মুঠো ভাত বস্ত্র চাই।