৯ বাংলাদেশীকে ফেরত দিল না বিএসএফ

 

মাথাভাঙ্গা অনলাইন: ভারতের কারাগারে কারাভোগ শেষে নয় বাংলাদেশীকে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে ফেরত দেয়ার কথা ছিল শনিবার সকাল ১০টায়। এর আগে শুক্রবার এক পত্রের মাধ্যমে বিজিবিকে বিষয়টি নিশ্চিত করে বিএসএফ।

সব প্রস্তুতি সম্পন্ন করে সকাল ১০টার আগে সঙ্গীয় ফোর্সসহ দর্শনা সীমান্তে পৌঁছেন বিজিবির দর্শনা কোম্পানি কমান্ডার সুবেদার খোরশেদ আলম খান।

শিক্ষানবিস এএসপি মাসুদুর রহমানকে সঙ্গে নিয়ে দামুড়হুদা থানার অফিসার ইনচার্জ আহসান হাবীব আসেন নির্দিষ্ট সময়ের আগে। অপেক্ষা করতে থাকেন বাংলাদেশী নয় নাগরিককে নিয়ে বিএসএফ কখন আসে। উপস্থিত সাংবাদিকরাও থাকেন অপেক্ষায় ।

ঘড়ির কাঁটা ১০টা পেরিয়ে গেলে বিজিবির কোম্পানি কমান্ডার সুবেদার খোরশেদ আলম খান ফোন করেন বিএসএফের গেঁদে কোম্পানি কমান্ডার রমেশ চাঁদকে। ওপার থেকে উত্তর আসে, নয় বাংলাদেশীকে নিয়ে কলকাতা থেকে রওনা দিয়েছে পুলিশ। একটু দেরি হবে। আধা ঘণ্টা পরে জানাবেন বলে ফোন ছেড়ে দেন রমেশ চাঁদ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *