৩ বছর পর ভারতে পাচার হওয়া ২৫ শিশু দেশে

স্টাফ রিপোর্টার: মিথ্যা আশ্বাসসহ বিদেশে চাকরির প্রলোভনে দেশেরবিভিন্ন সীমান্ত পথে ভারতে পাচার হওয়া স্কুলপড়ুয়া ২৫ বাংলাদেশি শিশু দীর্ঘ ৩বছর পর গতকাল মঙ্গলবার বিকেলে বেনাপোল চেকপোস্টে দিয়ে স্বদেশে প্রত্যাবর্তনকরেছে। ভারতের বনগাঁ পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ও বিএসএফ তাদেরকে বেনাপোলচেকপোস্ট বিজিবির কাছে হস্তান্তর করেন। দেশে ফেরা শিশুদের গড় বয়স ৮ থেকে১৬ বছরের মধ্যে।বেনাপোল চেকপোস্ট বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েবসুবেদার হাফিজুর রহমান জানান, ভারতের বিভিন্ন প্রদেশে শিক্ষাগ্রহণসহচাকরির প্রলোভনে ভারতে পাচার করা হয় তাদেরকে। পরে ভারতীয় পুলিশের হাতে তারাআটক হন। তাদেরকে পাঠানো হয় জেলহাজতসহ সুকর্না, সংলাপ ও ধ্রুবসহ বিভিন্নশেল্টার হোমে। দীর্ঘ আড়াই থেকে ৩ বছর পর তাদেরকে দেশে ফেরত আনা হয়।ফেরত আসা শিশুরা হলো-পিরোজপুরের হুসনাইন, শরিয়তপুরের শাহআলী,ঢাকার বাবু হোসেন,সোহাগ, সাতক্ষীরার শিবুপদ, তুহিম মণ্ডল, আনিসুর, জসিম, প্রসোনজিত, শামিম, সাইদুল, সবুজ, আমির, করিমুল, হাফিজুর, রাজা মিয়া, খুলনার সোহাগ গাজী, আহাদ, আব্দুল সালাম, মতিউর,মেহেদী যশোরের উছমান, মাহবুব, ঢাকার হাবিববুর ও নড়াইলের রাকিব। হোসেন বলেন, দালাল বিদেশে চাকরিরনামে তাদের কাছ থেকে ৩ থেকে ১০হাজার টাকা করে নিয়ে ভারতে পাচার করে।