৩৯ বছর পরে খোঁজ মিললো তার

মাথাভাঙ্গা মনিটর:৩৯ বছর আগে চাকরির খোঁজে সৌদি আরবে নিজ বাড়ি থেকে বের হয়েছিলেনতিনি। মাকে বলেছিলেন তিনি ইরাকের সীমান্তবর্তী শহর আরারে যাচ্ছেন। কিন্তুসেখানে আর যাওয়া হয়নি। বাড়ি থেকে বের হওয়ার পরে দুর্ঘটনার শিকার হন তিনি।হারিয়ে ফেলেন স্মৃতিশক্তি।৩৯ বছর পরে ৭০ বছর বয়সে তাকে পাকিস্তান থেকে উদ্ধার করা হয়। কিছুস্মৃতি ফিরে এলেও এখনো নিজের নাম মনে করতে পারেননি তিনি। গতকাল শুক্রবারসৌদি একটি পত্রিকায় এ খবর প্রকাশিত হয়েছে।‘ডন’-এ প্রকাশিত এক খবরে বলা হয়, ওই ব্যক্তি কীভাবে পাকিস্তানেপৌঁছান তা জানা যায়নি। পাকিস্তানে তাকে কারাদণ্ড দেয়া হয়। কিন্তুপাকিস্তানের সরকার কারাগারে রাখার মতো পর্যাপ্ত কোনো তথ্যপ্রমাণ না থাকায়ওই ব্যক্তিকে এক বছর পরে মুক্তি দেন। মুক্তির পরে ৩১ বছর বয়সী ওই ব্যক্তিজনহিতৈষী এক নারীর আশ্রয়ে থাকেন। অজ্ঞাত নাম ও পরিচয়ে তিনি ওইআশ্রয়কেন্দ্রেই দরিদ্র লোকদের সঙ্গে বাস করতে থাকেন।আশ্রয়দাতা ওই নারী করাচিতে নিযুক্ত সৌদি কনস্যুলেটে যোগাযোগ করারচেষ্টা করেন। কারণ, ওই ব্যক্তি তাকে জানিয়েছিলেন, তিনি সৌদি আরবে থাকেন।তবে সৌদি আরবের ঠিক কোথায় তিনি থাকেন তা মনে করতে পারেননি।কনস্যুলেটের এক কর্মকর্তা একজনকে আশ্রয়কেন্দ্রে পাঠান। সেখানে হঠাতকরেই পুরোনো কথা মনে করেন ওই ব্যক্তি। তিনি বলেন যে তিনি সৌদি আরব থেকেএসেছেন। পরে হঠাত নিজেকে আবিষ্কার করতে পারার মতো করে বলে ওঠেন যে তারজন্মস্থান বুরেদাহ।কনস্যুলেটের ওই কর্মকর্তা সৌদি সরকারকে বলেন, ওই ব্যক্তির পরিচয়শনাক্ত করার জন্য তাকে সৌদি আরবে নিয়ে যাওয়া হচ্ছে। তার বয়স এখন ৭০ বছর।