২ বছর ভারতে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৪২ তরুণী

মাথাভাঙ্গা অনলাইন :  ভারতে দুই বছর কারাভোগ শেষে দেশে ফিরেছে ৪২ জন তরুণী, দুই শিশু ও এক পুরুষ। সোমবার রাতে যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে তাদের হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ।
চেকপোস্ট সূত্র জানায়, দালালদের সহায়তায় তিন বছর আগে এসব যুবতীরা মুম্বাই যান। সেখানে বিভিন্ন বাসা বাড়িতে কাজ নেন। এর কিছুদিন পরই ভারতীয় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার হন তারা। পরে দুই বছর কারাভোগের পর ‘রেসকিউ ফাউন্ডেশন’ নামে একটি ভারতীয় এনজিও সংস্থা জেলখানা থেকে তাদের উদ্ধার করে নিজস্ব সেল্টার হোমে আশ্রয় দেয়।
পরে মানবাধিকার সংগঠন রাইটস যশোর ও জাতীয় মহিলা আইনজীবি সমিতি উভয় দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে দীর্ঘদিন চিঠি চালাচালির পর তাদের দেশে ফিরিয়ে আনার অনুমতি পায়। ভারতীয় পুলিশ সোমবার রাত নয়টায় তাদের বেনাপোল চেকপোস্ট দিয়ে বেনাপোল পুলিশ ইমিগ্রেশন কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করে। তাদেরকে আত্মীয়-স্বজনের কাছে ফিরিয়ে দিতে রাইটস যশোর ও জাতীয় মহিলা আইনজীবি সমিতির কাছে হস্তান্তর করা হয়েছে ।image_43022_0

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *