১৫ বছর লিজের টাকা না দেয়ায় মেহেরপুর শহরের সরকারি অর্পিত সম্পত্তি থেকে স্থাপনা উচ্ছেদ

মেহেরপুর অফিস: সরকারি অর্পিত সম্পত্তির লিজের টাকা না দেয়া ও অবৈধভাবে দখলকৃত জমি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উচ্ছেদ করে অর্পিত সম্পত্তিটি সরকার দখলে নিলো। দীর্ঘ ১৫ বছর লিজের টাকা জমা না দেয়ায় মেহেরপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যজিস্ট্রেট সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহীনুজ্জামান ওই উচ্ছেদ অভিযান চালান। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মেহেরপুর শহরের কাঁসারি বাজারে উচ্ছেদ অভিযান চালিয়ে বসতবাড়িতে সাইনবোর্ড টাঙিয়ে দেয়া হয়েছে। এ সময় অবিলম্বে ওই বাড়ির সকল মালামাল সরিয়ে নেয়ার আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীনুজ্জামান জানান, ১৯৬৯ সালে শহরের কাঁসারীপাড়া এলাকার নবী বক্স মিয়ার ছেলে আবু সুফিয়ান এসএ খতিয়ান নং-১৬৪৪ ও এসএ ৩৮৪নং দাগে ১১ শতক সরকারের অর্পিত জমি বন্দোবস্ত করে নেন। মাসিক ৬২৭ টাকা হারে তাকে বন্দোবস্ত দেয় সরকার। আবু সুফিয়ান ২০০০ সাল পর্যন্ত লিজের টাকা পরিশোধ করলেও গত ১৫ বছর যাবত লিজের টাকা না দিয়ে জোর করে ভোগদখল করে আসছিলেন। তাকে বারবার লিজের টাকা পরিশোধের জন্য নোটিশ দিলেও তা না দেয়ায় সরকারি এবং স্থানীয় কর্তৃপক্ষ ভূমি ও ইমারত (দখল ও পুনরুদ্ধার) আদেশ ১৯৭০ অনুযায়ী আবু সুফিয়ানকে জমি থেকে উচ্ছেদ করে অর্পিত জমি সরকারের দখলে নিয়ে সাইনবোর্ড টাঙিয়ে দেয়া হয়েছে। এছাড়া এ জমির ওপর থেকে সকল ধরনের স্থাপনা সরিয়ে নেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান তিনি।