১শ টাকায় ১৫ ভোট?

 

স্টাফ রিপোর্টার: তখন ঘড়ির কাঁটা ১২টা ছুঁই ছুঁই। আলমডাঙ্গার হারদী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তেমন কোনো ভোটারের উপস্থিতি নেই। বুথের একটু বাইরে বেশ কয়েকটি জটলা। একটি জটলার দিকে এগিয়ে যেতেই বোঝা গেলো ১টি মেয়েকে কেন্দ্র করে এ জটলা। লম্বাটে দোহারা গড়নের ওই মেয়ের বয়স বড় জোর ১৩/১৪ বছর। সাংবাদিক বুঝতে পেরে কথা বলতে রাজি হয়নি। ছবি তুলতে গেলে পেছন ফিরে দাঁড়ালো। মেয়েকে ঘিরে সৃষ্ট জটলার কেউই মেয়েটির পরিচয় দিতে রাজি হয়নি। বেশ কয়েকটি জটলা পরখ করে বোঝা গেলো আসল মোজেজা। ফিরে এসে একটু দূরত্বে অবস্থানকারী উঠতি বয়সী ২ কিশোর জানালো বিস্তারিত। তাদের অভিযোগ- আওয়ামী লীগের ১ নেতার নিকট থেকে ১শ টাকা করে নিয়ে জটলাকারীরা জাল ভোট দিচ্ছে। এমনকী জাল ভোটের রেটও বলে দিলো তারা। ১শ টাকায় ১৫টি জাল ভোট। পরে মাত্র ১৩ মিনিটে ওই কিশোরীকে একই বুথে ৩টি ভোট দিতে দেখা গেছে। অবশ্য জালভোটের বিষয়টি কেন্দ্রের প্রিসাইডিং অফিসার স্বীকার করেননি। তিনি বলেছেন, কেন্দ্রে শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ করা হচ্ছে।