‘হ্যালো, ছেলেরা একটা বিমান নামিয়েছে’

 

মাথাভাঙ্গা মনিটর: মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট এমএইচ-১৭ ভূপাতিতহওয়ার পরপরই ইউক্রেইনের নিরাপত্তা বাহিনী ইউটিউবে একটি অডিও প্রকাশ করে, যেটি রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের সাথে কয়েকজন রুশ সেনা কর্মকর্তার টেলিকথোপকথন বলে দাবি করা হয়।রুশ ভাষার ওই কথোপকথনের ইংরেজি তর্জমার ভিত্তিতে একটি প্রতিবেদন প্রকাশকরেছে বিবিসি। ওই কথোপকথন থেকে ধারণা হয়, বিচ্ছিন্নতাবাদীদের ছোড়া মিসাইলেইবিধ্বস্ত হয় মালয়েশীয় বিমানটি।তবে এসব ফোনালাপের সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি বলেও বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়।প্রথম ফোনালাপ:এখানেদুটি পুরুষ কণ্ঠ শোনা যায়, যার মধ্যে প্রথমটি বিচ্ছিন্নতাবাদী নেতা ইগরবেজলার এবং দ্বিতীয়টি রুশ সেনা গোয়েন্দা কর্মকর্তা কর্নেল ভ্যাসিলিগেরানিনের বলে উল্লেখ করা হয়েছে বিবিসির প্রতিবেদনে।(বেজলার) খনিরলোকেরা (বিচ্ছিন্নতাবাদীদের একটি গ্রুপের ছদ্মনাম) এই মাত্র একটা বিমাননামিয়েছে। ওটা ইয়ানাকিয়েভোর পেছনে বিধ্বস্ত হয়েছে। (গেরানিন) পাইলট?পাইলটরা কোথায়? (বেজলার) খুঁজে দেখা হচ্ছে। বিমানের ছবিও তোলা হচ্ছে। ওখান খালি ধোঁয়া। (গেরানিন) কতোক্ষণ আগের ঘটনা? (বেজলার) প্রায় ৩০ মিনিট আগে