হাসপাতালের সার্বিক পরিবেশ দেখে ক্ষোভ প্রকাশ

বখতিয়ার হোসেন বকুল: চুয়াডাঙ্গার নবাগত সিভিল সার্জন ডা. পীতম্বর রায় দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন। তিনি গতকাল রোববার বিকেলে আকস্মিক দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এ সময় তিনি উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ও আবাসিক মেডিকেল অফিসার ও একজন নার্স অনুপস্থিত থাকায় ক্ষোভ প্রকাশ করেন।
দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সিভিল সার্জন গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে আসেন। তিনি প্রথমে ঘুরে ফিরে দেখেন এবং অন্ধকার ভুতুড়ে পরিবেশে আবাসিক কোয়াটারগুলো ফাঁকা পড়ে থাকতে দেখে বিস্ময় প্রকাশ করেন। পরে তিনি রোগী সেজে ইর্মাজেন্সিতে যান এবং বুকে প্রচণ্ড ব্যথা করছে জানিয়ে ডাক্তারের খোঁজ করেন। ওই সময় ইর্মাজেন্সিতে কোনো ডাক্তার না পেয়ে ক্ষোভ করেন এবং উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. প্রফুল্ল কুমার মজুমদারকে মোবাইলফোনে বিষয়টি জানিয়ে বিরক্তি প্রকাশ করেন। তিনি আবাসিক মেডিকেল অফিসার ও একজন নার্সেও অনুপস্থিতির বিষয়টিও স্বাস্থ্য ও প. প. কর্মকর্তাকে অবহিত করেন। এছাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে মেশিন এবং অ্যাম্বুলেন্সটি দীর্ঘদিন ধরে অকেজো হয়ে পড়ে থাকায় দুঃখ প্রকাশ করেন। এরপর তিনি ২১ ফ্রেরুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিনে হাসপাতালে ভর্তি থাকা রোগীদের জন্য বিশেষ বরাদ্দকৃত খাবার পরিবেশনের বিষয়েও খোঁজখবর নেন। দুপুরে মাংসের বরাদ্দ থাকলেও রোগীদের দেয়া হয়েছে ছোট সাইজের মাছ। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক চিত্র দেখে ক্ষোভ প্রকাশ করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য ও প. প. কর্মকর্তাকে নির্দেশ দেন। হাসপাতালের সামনের দোকানিরা জানান, ডা. প্রফুল্ল কুমার মজুমদার গত ২০ জানুয়ারি দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা হিসেবে যোগদান করলেও তাকে মাত্র দু দিন আসতে দেখা গেছে। এছাড়া বেশির ভাগ সময়ই ডাক্তার পাওয়া যায় না বলেও অভিযোগ করা হয়েছে। এদিকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করায় ভর্তি থাকা রোগীসাধারণসহ হাসপাতালের সামনের দোকানিরা চুয়াডাঙ্গার নবাগত সিভিল সার্জন ডা. পীতম্বর রায়কে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করেন। উল্লেখ্য, ডা. পীতম্বর রায় চুয়াডাঙ্গার সিভির সার্জন হিসেবে গত বুধবার যোগদান করেন।