হানিফ গুরুত্বপূর্ণ পদ পাচ্ছেন

 

কুষ্টিয়া প্রতিনিধি: রাত পোহালেই মুক্তিযুদ্ধে নের্তৃত্বদানকারী দল আওয়ামী লীগের ২০তম জাতীয় কাউন্সিল। এ কাউন্সিলকে ঘিরে কুষ্টিয়ার জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন বেশ চাঁঙ্গা। কাউন্সিল সফল করার লক্ষ্যে এবং সাধারণ মানুষের মাঝে আওয়ামী লীগের বার্তা পৌঁছে দিতে কুষ্টিয়ার সর্বত্র এখন শোভা পাচ্ছে ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড। দলীয় কার্যালয়, পৌরসভাসহ মার্কেটগুলো বর্ণিল আয়োজনে সাজানো হয়েছে। সর্বত্র আলোকসজ্জার ব্যবস্থাও করা হয়েছে।

কুষ্টিয়া-৩ (সদর) আসনের নির্বাচিত সংসদ সদস্য আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ। এ জেলায় তার বাড়ি। জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা মনে করেন এবারের জাতীয় কাউন্সিলের মাধ্যমে তিনি আবারো গুরুত্বপূর্ণ দায়িত্ব পাবেন। মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন ও ভেড়ামারা পৌর আওয়ামী লীগের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল মুকুল এবার জাতীয় কাউন্সিলের কাউন্সিলর। তারা বলেন, কাউন্সিল ঘিরে কুষ্টিয়ার নেতাকর্মীরা এখন অনেক উজ্জীবিত। কাউন্সিলে প্রার্থী রয়েছেন মাহাবুব-উল-আলম হানিফ। তিনি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেলে দক্ষিণ পশ্চিমাঞ্চলের সংগঠন আরও সুদৃঢ় হবে। কাউন্সিলে যোগ দিতে জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ সদর উদ্দিন খাঁনের নেতৃত্বে কুষ্টিয়ার কাউন্সিলর এবং ডেলিগেটরা এখন ঢাকায় অবস্থান করছেন। তিনি জানিয়েছেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফের দক্ষ নেতৃত্বে আওয়ামী লীগ এখন সুসংগঠিত। এই কাউন্সিলের মাধ্যমে তিনি আবারো দলের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করবেন বলে আশা করি।