হাইকোর্টের নিষেধাজ্ঞা

মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক মোল্লার অস্থায়ী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন হাইকোর্ট। মহিলা ভাইস চেয়ারম্যান রুমানা আহম্মেদের দায়ের করা রিটের প্রেক্ষিতে আদালত ৬ মাসের নিষেধাজ্ঞা জারি করেছেন।

মেহেরপুর জেলা প্রশাসক মাহমুদ হোসেন জানিয়েছেন, আব্দুল মালেক মোল্লা সদর উপজেলার নির্বাচিত ভাইস চেয়ারম্যান। উপজেলা চেয়ারম্যান মারা যাওয়ায় আব্দুল মালেক মোল্লাকে এক নম্বর প্যানেল চেয়ারম্যান মনোনীত করে তাকে অস্থায়ী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে গত ২৩ সেপ্টেম্বর নির্দেশনা প্রদান করা হয়। একই সাথে অর্থনৈতিক লেনদেনের ক্ষমতাও দেয়া হয়। হাইকোর্টের আদেশে প্যানেল চেয়ারম্যান ও অর্থনৈতিক লেনদেনের বিষয়ে নিষেধাজ্ঞা প্রদান করেছেন। এ আদেশের কপি গতকাল রুমানা আহম্মেদ জেলা প্রশাসকের কার্যালয়ে প্রেরণ করেছেন। অস্থায়ী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের বিষয়ে আদালতে শুনানির পর সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।

উল্লেখ্য, গত ১৯ জুলাই ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সদর উপজেলা চেয়ারম্যান আলা উদ্দীন মারা গেলে পদটি শুন্য হয়।