হরিণাকুণ্ডুতে সাইদুল অপহরণ নাকি অন্য কিছু?

হরিণাকুণ্ডু প্রতিনিধি: হরিণাকুণ্ড উপজেলার হিঙ্গারপাড়া গ্রামের কাপড়ব্যবসায়ী নিখিল অপহরণের মাত্র দশ দিনের মাথায় আবার একই গ্রামের সাইদুলকে অপহরণ এবং উদ্ধার নিয়ে জনমনে প্রশ্ন দানা বেধেছে। পরশু রাতে বাড়ি থেকে অপহরণের পর মাঠ থেকে গতকাল রোববার উদ্ধার করা হয় তাকে।

শনিবার রাত ১১টার দিকে হিঙ্গারপাড়া গ্রামের খালপাড়ার মৃত গোলাপ মণ্ডলের ছেলে সাইদুলকে বাড়ি থেকে অপহরণ করা হয় বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়। কিন্তু গতকাল পার্শ্ববর্তী মৃগিবাথান গ্রামের মাঠের একটি শ্যালোমেশিনের ঘরে হাত-পা বাঁধা অবস্থায় পড়ে থাকার খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নেয়। সাইদুল অপহণের বিষয়ে হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ মহিবুল ইসলাম বলেন, নিখিলের সাথে সাইদুলের একটি জমি কেনা-বেচা নিয়ে বিরোধ সৃষ্টির পরপরই নিখিল অপহৃত হয়। এ কারণে নিখিল অপহরণের সাথে সাইদুলের সংশ্লিষ্টতা নিয়ে এলাকাবাসীর মাঝে গুঞ্জন উঠে। সে কারণেই সাইদুলকে থানায় নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *