সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মধ্যে সহায়তা প্রদান করলো নদীপার জনকল্যাণ সমিতি

দর্শনা অফিস: গত ২৬ মার্চ দামুড়হুদার জয়রামপুরে স্মরণকালের ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বড়বলদিয়া গ্রামের নিহত ১৩ ও আহত ১২ জন ২৫টি পরিবারের মধ্যে নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করলো নদীপার কল্যাণ সমিতি কর্তৃপক্ষ। গত শুক্রবার বিকেলে দামুড়হুদার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের বড়বলদিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সভায় আলোচনা পর্ব শেষে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে খাদ্য ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। আ.লীগ নেতা বরকত আলীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, নদীপার জনকল্যাণ সমিতির সভাপতি আবদুল জব্বার, সহসভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক আজিবর রহমান, যুগ্ম সম্পাদক মোমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবুল বাসার, কোষাধ্যক্ষ তিতুমির, আতিয়ার রহমান, আবুল কাশেম, নেছার উদ্দিন, শাহজামাল, আমির হোসেন, আ. রশিদ, রায়হান উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন স্বপন, বলাই কর্মকার, মফিজুল ইসলাম প্রমুখ। সভা শেষে নিহত ও আহত ২৫টি পরিবারের মধ্যে চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী দেয়া হয়েছে।