স্লোভিয়ানস্ক থেকে পিছু হটেছে রুশপন্থিরা

মাথাভাঙ্গা মনিটর: সেনা অভিযানের মুখে স্লোভিয়ানস্কে নিজেদের শক্ত ঘাঁটির নিয়ন্ত্রণ ছেড়ে দিয়েছে পূর্ব ইউক্রেইনের রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীরা।বিদ্রোহীরা পালিয়ে যাওয়ার পর ওই অঞ্চলের সরকারিভবনগুলোতে আবারো ইউক্রেইনের পতাকা ওড়ানোর নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্টপেট্রো পোরোশেনকো।স্লোভিয়ানস্কে বিদ্রোহী সমর্থিত মেয়র ভ্লাদিমিরপেভলেঙ্কো বলেন, বিদ্রোহীরা স্লোভিয়ানস্ক ছেড়ে চলে গেছে। তারা এখনক্রামাতোস্ক শহরের দিকে যাচ্ছে বলে শুনেছি।প্রেসিডেন্ট ঘোষিত ১০ দিনের যুদ্ধবিরতি শেষে বিদ্রোহীদের শক্ত অবস্থানগুলোতে অভিযান শুরু করেছে ইউক্রেইন সেনাবাহিনী।স্লোভিয়ানস্কেরমেয়র একটি সংবাদ সংস্থাকে বলেন, বিচ্ছিন্নতাবাদীরা ওই অঞ্চল থেকে সরেগেছে। তবে ইউক্রেইন সেনারা এখনো সেখানকার পূর্ণ নিয়ন্ত্রণ নেয়নি।প্রত্যক্ষদর্শীরাজানান, শুক্রবার রাতভর সরকারি সেনারা শহরে ব্যাপক বোমাহামলা চালিয়েছে।সকালেই বিদ্রোহীরা তাদের নিয়ন্ত্রিত তল্লাশিচৌকিগুলো ফেলে চলে যায়।সেনা অভিযানে শহরের স্থাপনাগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করে বিদ্রোহীরা।