স্মার্ট জুতায় ঠিক-ঠিকানা!

 

স্টাফ রিপোর্টার: হাট থেকে বাড়ি ফিরছেন, কিম্বা শ্বশুরবাড়ি থেকে নিকটস্থ শহরে যাচ্ছেন। কিন্তু শহরের পথটি পেরিয়ে হাঁটছেন, অমনি কেঁপে উঠছে পায়ের জুতো। জানান দেবে আপনি ভুল পথে যাচ্ছেন। না এটি কোনোকল্পকাহিনি কিংবা হলিউডের সিনেমার চিত্রনাট্য নয়।পায়ের জুতাই জানাবেআপনি ঠিক পথে হাঁটছেন নাকি ভুল পথে পা বাড়াচ্ছেন! সব ভালোয় ভালোয় চললেআগামী সেপ্টেম্বরেই বাজারে পাওয়া যাবে এমন ‘স্মার্ট জুতা’। আর জুতা জোড়াপায়ে পরতে হলে ১০০ ডলারের বেশি খরচ করতে হতে পারে বলে জানিয়েছে স্মার্টজুতা তৈরিকারী প্রতিষ্ঠান দুসরি টেকনোলজিস। ভারতীয় এই প্রতিষ্ঠানটি জানায়এর মধ্যেই দুনিয়ার প্রথম স্মার্ট জুতা ‘লে চল’ বাজারে ছাড়ার প্রস্তুতির কাজশেষ করেছে তারা।