স্বামী নিগমানন্দ সরস্বতীদেব প্রবর্তিত জেলা ভক্ত সমিলনী আজ

 

মেহেরপুর অফিস: শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ সরস্বতী মহারাজের মহাপ্রয়াণ দিবস উপলক্ষে সদগুরু পরমহংস পরিব্রাজকাচায্য শ্রী ১০৮ স্বামী নিগমানন্দ সরস্বতীদেব প্রবর্ত্তিত জেলা ভক্ত সমিলনী আজ রোববার মেহেরপুর শ্রী শ্রী শিবালয়সারস্বত আশ্রমে অনুষ্ঠিত হবে। মেহেরপুর জেলা ১৩তম বার্ষিকী অনুষ্ঠান উপলক্ষে গতকাল শনিবার সন্ধ্যা ৭টায় মেহেরপুর শ্রী শ্রী শিবালয় সারস্বত আশ্রমে মঙ্গলঘট স্থাপন, মঞ্চে শ্রী শ্রী ঠাকুর মহারাজের শ্রীবিগ্রহ স্থাপন, আবাহ সংগীত, পূজা আরতি, স্তোত্র-বন্দনা, প্রার্থনা, বারের গান ও ভক্ত সস্মিলনীর শুভ উদ্বোধনী এবং শুভ অধিবাস সম্বন্ধনীয় আলোচনা শেষে জয়গুরুর মহানাম কীর্তন এর মাধ্যমে শুভ অধিবাস কৃত্যাদির সমাপ্তি ঘটেছে। মেহেরপুর জেলা ভক্ত সম্মিলনী উদযাপন কমিটির সভাপতি শ্রীমৎ স্বামী অখন্ডানন্দ সরস্বতীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ডা. রমেশচন্দ্র নাথ রায়, সদস্য কার্ত্তিক চন্দ্র মল্লিক, প্রকৌশলী নব কুমার দাস, মাধব চন্দ্র ভাষ্কর প্রমুখ। অনুষ্ঠান শেষে সেখানে প্রসাদ বিতরণ করা হয়।