স্ত্রী হত্যার দায়ে স্বামী ও বান্ধবীর যাবজ্জীবন

 

 

স্টাফ রিপোর্টার: স্ত্রীহত্যার দায়ে পঙ্গু হাসপাতালের সাবেক সহযোগী অধ্যাপক ডা. তোজাম্মেল হোসেন ওতার বান্ধবী নাজনীনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরেঢাকা জেলা ও দায়রা জজ আবদুল মজিদ এ রায় ঘোষণা করেন।রায়ে আসামিদের যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে অর্থদণ্ড এবং অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ডের ঘোষণা দেয়া হয়।আদালতসূত্রে জানা গেছে, ২০০৮ সালের ৬ জুলাই মোজাম্মেল হোসেন ও তার প্রেমিকানারগিস মিলে স্ত্রী ফাহমিদা আক্তারকে নির্মমভাবে হত্যা করে।এ ঘটনায় ফাহমিদা আক্তারের বড় ভাই মেহেদী হাসান বাদী হয়ে মিরপুর থানায় একটি হত্যামামলা দায়ের করেন।শুনানিশেষে দুপুরে আদালতের বিচারক মোজাম্মেল হোসেন ও তার প্রেমিকা নারগিসকেযাবজ্জীবন কারাদণ্ড দেন। এছাড়া ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তাদেরকে আরোএক বছরের কারাদণ্ড দেন বিচারক।