সুদানে বন্যায় ৫০ জনের মৃত্যু : তিন লাখ গৃহহীন

মাথাভাঙ্গা মনিটর: সুদানজুড়ে ভয়াবহ বন্যায় চলতি মাসে অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে, গৃহহীন হয়েছে তিন লাখেরও বেশি মানুষ। সুদানের রাজধানী খার্তুমের আশপাশের এলাকাগুলোই বন্যায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং গত ২৫ বছরে এটিই সবচেয়ে মারাত্মক বন্যা বলে জানিয়েছে জাতিসংঘের অঙ্গ সংস্থাটি। বন্যায় ৫৩ হাজার শৌচাগার ধসে পড়ায় বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়েছে বলে উদ্বেগ প্রকাশ করেছে ডব্লিউএইচও। পরিস্থিতিকে ব্যাপক বিপর্যয় বলে বর্ণনা করেছেন সুদানে নিযুক্ত জাতিসংঘের এক কর্মকর্তা। এক প্রতিবেদনে ডব্লিউএইচও বন্যায় ৪৮ জনের মৃত্যু ও ৭০ জন আহত হওয়ার কথা জানিয়েছেন। গত দু সপ্তায় বন্যাকবলিত এলাকায় ম্যালেরিয়ার প্রকোপ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বলেও হুঁশিয়ারি জানিয়েছে স্বাস্থ্য সংস্থাটি। এর আগে সুদানি স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদ হামেদ বন্যায় ৫৩ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন। সুদানের ১৮টি রাজ্যের মধ্যে ১৪টিতে সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতির কথা জানিয়েছে ডব্লিউএইচও। সুদানে কর্মরত জাতিসংঘের মানবিক বিষয় সম্পর্কিত সমন্বয়ক মার্ক কুটস্ গত সপ্তায় জানিয়েছেন, চলতি বছরের তহবিল স্বল্পতা সত্ত্বেও বন্যার্তদের সহায়তায় ডব্লিউএইচও প্রস্তুত।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *