সুটকেসে গৃহবধূর ৬ টুকরো লাশসহ স্বামী-সতীন গ্রেফতার

স্টাফ রিপোর্টার: গাজীপুরে পারিবারিক কলহের জেরে প্রথম স্ত্রীকে হত্যার পর লাশ ছয় টুকরো করে সুটকেসে ভরে বাসা বদল করতে গিয়ে এক পোশাককর্মী গ্রেফতার হয়েছেন। তার দ্বিতীয় স্ত্রীকেও গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার রাতে নগরীর পশ্চিম চান্দনার রওশন সড়ক এলাকা থেকে চায়না আক্তারের (২৯) লাশ উদ্ধার করে পুলিশ। একইসাথে ঘাতক রিয়াজুল ইসলাম (৪০) ও তার দ্বিতীয় স্ত্রী রোজিনা আক্তারকে গ্রেফতার করা হয়। জয়দেবপুর থানার এসআই আকরাম হোসেন জানান, রিয়াজুল বড়বাড়ী এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন। গত সোমবার সকালে রোজিনাকে নিয়ে একটি সুটকেসসহ মালামাল নিয়ে রওশন সড়ক এলাকায় নতুন বাসায় ওঠেন তিনি। সুটকেস থেকে দুর্গন্ধ বের হলে বাড়ির মালিক জসিম উদ্দিন তা খুলে লাশ দেখতে পান। তিনি থানায় খবর দিলে পুলিশ গিয়ে রিয়াজুল ও রোজিনাকে গ্রেফতার করে এবং লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালমর্গে পাঠায়। এসআই আকরাম বলেন, জিজ্ঞাসাবাদে রিয়াজুল জানিয়েছে, পারিবারিক কলহের জের ধরে গত রোববার রাত ১০টার দিকে প্রথম স্ত্রী চায়নাকে শ্বাসরোধে হত্যা করে। এরপর লাশ গুম করার উদ্দেশে চায়নার মরদেহ ছয় টুকরা করে একটি সুটকেসে ভরে রাখে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।