সীমান্ত ব্যবস্থাপনা কৌশল পর্যবেক্ষণে দর্শনা সীমান্ত পরিদর্শন করলেন দুই দেশের ২৮ সদস্যের সাংবাদিক

 

দর্শনা অফিস: বাংলাদেশের সীমান্ত ব্যবস্থাপনা কৌশল পর্যবেক্ষণে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত পরিদর্শন করলেন বাংলাদেশি ও ভারতীয় ২৮ সদস্যের সাংবাদিক (প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া) দল। মেহেরপুরের মুজিবনগর সীমান্ত এলাকা পরিদর্শণ শেষে গতকাল বুধবার দুপুর ১২টায় দর্শনা জয়নগর চেকপোস্ট সীমান্তে আসেন দলটি। জয়নগর সীমান্তের ৭৬ নম্বর মেন পিলার বরাবর বিজিবি-বিএসএফের যৌথ টহল পরিদর্শণ করেন। এরপর সীমানা পিলারগুলো পর্যবেক্ষণ ও পরিদর্শণ করেন। দুই দেশের এই সাংবাদিক দলে ঢাকার ১৩ এবং দিল্লীর ১৪ সাংবাদিক ছিলেন। এ সময় সীমান্তে উপস্থিত ছিলেন বিজিবি আরআইবির যশোর রিজিওয়ন ব্যুরো চিফ লে. কর্ণেল লুৎফুল খবীর, চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল আমির মজিদ, এফআইজির যশোর রিজিওয়ন কমান্ডার মেজর মোস্তাক ও চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের উপপরিচালক মেজর মোহাম্মদ আবদুল্লাহ আল-মঈন, বিএসএফ’র গেঁদে কোম্পানি কমান্ডার এসি তারা দত্ত। দর্শনা সীমান্ত পরিদর্শন শেষে সাংবাদিকদের দলটি যশোরের উদ্দেশে দর্শনা ত্যাগ  করে।