সিসিটিভি ক্যামেরার আওতায় আসছে গাংনী শহর

 

গাংনী প্রতিনিধি: পুলিশ বিভাগকে তথ্য প্রযুক্তি সম্মৃদ্ধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার অংশ হিসেবে মেহেরপুর গাংনী উপজেলা শহর সিসিটিভি ক্যামেরার আওতায় আসছে। গতকাল রোববার গাংনী থানায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে মতবিনিময় শেষে উদ্যোগ সফল করতে সকলেরই সহযোগিতা কামনা করেছেন মেহেরপুর পুলিশ সুপার।

শুধু সিসিটিভি স্থাপনই নয়, শহরে পাখিভ্যান ও শ্যালোইঞ্জিন চালিত অবৈধ যানবাহন নিয়ন্ত্রণ এবং সৌন্দর্য বর্ধনে কর্মপরিকল্পনা করে কমিটি গঠন করা হয়েছে। গতকাল দুপুরে গাংনী থানায় অনুষ্ঠিত মতবিনিময়সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার আনিছুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম, গাংনী থানার ওসি আনোয়ার হোসেন, গাংনী বাজার কমিটির সভাপতি হাফিজুর রহমান মানিক ও সম্পাদক মাহবুবুর রহমান স্বপনসহ ব্যবসায়ী ও সাংবদিকবৃন্দ। আগামি ৩০ নভেম্বরের মধ্যে গাংনী শহরকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা, পাখিভ্যান ও শ্যালোইঞ্জিন চালিত যানবাহন নিয়ন্ত্রণ এবং শহরের সৌন্দর্য বর্ধনে ৩টি কমিটি গঠন করা হয়। এ কমিটি কর্মপরিকল্পনা প্রণয়ন করে তা দ্রুত বাস্তবায়ন করবে। পরে পুলিশ সুপার ও নেতৃবৃন্দ বাস স্ট্যান্ড এলাকার পরিদর্শন করেন।