সিরিয়ার বিদ্রোহীরা শিশুদের যুদ্ধে পাঠাচ্ছে: এইচআরডব্লিউ

মাথাভাঙ্গা মনিটর: সিরিয়ার বিদ্রোহীরা শিশুদেরকে যুদ্ধে পাঠাচ্ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ(এইচআরডব্লিউ)। গতকালসোমবার এক প্রতিবেদনে মানবাধিকার সংস্থাটি জানায়, ইরাক সীমান্তজুড়ে একেরপর এক শহরের দখল নিতে থাকা ‘ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্যলেভান্ট’(আইএসআইএল) সিরিয়ায় ১৫ বছরের শিশুদেরকে অস্ত্র চালানোর প্রশিক্ষণদিচ্ছে এবং তাদেরকে আত্মঘাতী যুদ্ধে যেতে উদ্বুদ্ধ করছে।এমনকিসিরিয়ার পশ্চিমা সমর্থিত বিদ্রোহী গ্রুপ ‘ফ্রি সিরিয়ান আর্মি’, আল কায়েদাসংশ্লিষ্ট নুসরা ফ্রন্ট, দ্য ইসলামিক ফ্রন্ট কোয়ালিশন এবং কুর্দিনিয়ন্ত্রিত এলাকাগুলোর নিরাপত্তা বাহিনীও শিশুদেরকে কাজে লাগাচ্ছে- এমনপ্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে এইচআরডব্লিউ।প্রতিবেদন রচয়িতাযুদ্ধে ব্যবহার হওয়া ২৫টি শিশুর হিসাব দিয়েছেন। লড়াইয়ে সহায়তা করার জন্য১৪ বছরের শিশুদেরও ব্যবহার করা হচ্ছে বলে জানান তিনি।তবে বিষয়টিনিরপেক্ষ সূত্রে যাচাই করা যায়নি। দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যানরাইটসবলেছে, অপহৃত হওয়া ছাত্রদের স্বজনরা তাদের সন্তানদেরকে আত্মঘাতীহামলায় ব্যবহার করা হতে পারে বলে আশঙ্কা করছে।সিরিয়ায় ২০১১ সালে প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে রাজনৈতিক আন্দোলন শুরুর পর থেকে তা পরবর্তীতে গৃহযুদ্ধে রূপ নেয়।