সিরাজগঞ্জে নৌকাডুবির ঘটনায় এখনও নিখোঁজ ১৪

স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় যমুনা নদীতে নৌকাডুবিরঘটনায় এখনও অন্তত ১৪ জন নিখোঁজ রয়েছে। ঘটনার দু দিন পরও পরিবারের লোকজন নদীরতীরে খুঁজে বেড়াচ্ছেন নিখোঁজ স্বজনদের। বৃহস্পতিবার শতাধিক যাত্রী নিয়েযমুনা নদীতে নৌকাডুবির পর আটজনের লাশ উদ্ধার করা হয়েছে। এদিকে, আর কোনোমৃতদেহ না পাওয়ায় দু দিন পর শুক্রবার সন্ধ্যায় উদ্ধার অভিযান সমাপ্ত করেছেপ্রশাসন। মধ্যজোতপাড়ার আবুল কালাম জানান, অনেক খোঁজাখুজি করেও তিনি স্ত্রীশাহনাজ পারভীন (৩৫) ও মেয়ে তানজিয়া পারভীনের  কোনো সন্ধান পাননি।চরসলিমাবাদ গ্রামের অমূল্য দাস তার ৭ ও ৩ বছর বয়সী দু নাতিকে এখনও পাগলেরমতো খুঁজে ফিরছেন যমুনার তীরে এখানে ওখানে। নৌকাডুবির পর পরিবারের অন্যসদস্যরা তীরে উঠতে পারলেও ওই দুজন নিখোঁজ হয়। দক্ষিণজোতপাড়া গ্রামের আব্দুররাজ্জাক স্ত্রী সাজেদা খাতুনের (৪৩) খোঁজ এখনো পাননি। শনিবারও সারাদিন তিনিযমুনার তীরে খুঁজেছেন স্ত্রীকে।

উল্লেখ্য, ঈদের দুদিন পর বৃহস্পতিবারসকালে উপজেলা সদরের মিটুয়ানী বাজার ঘাট  থেকে শতাধিক যাত্রী নিয়ে নৌকাটি চরসলিমাবাদ ঘাটে যাওয়ার জন্য রওনা হয়। কিন্তু ঘাটের কাছে নদীর মধ্যে একটিক্ষতিগ্রস্ত সেতুর সাথে ধাক্কা লাগলে নৌকাটি ডুবে যায়। অধিকাংশ যাত্রীসাঁতরে কূলে উঠলেও বাকিরা নিখোঁজ হয়। এ পর্যন্ত আটটি লাশ উদ্ধার করা হয়েছে।