সাদেক বাচ্চুর অবস্থা সঙ্কটাপন্ন

স্টাফ রিপোর্টার: বিশিষ্ট চলচ্চিত্রাভিনেতা এম এ সাদেক বাচ্চুকে গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়েছে। গত শনিবার রাত ৯টায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি কার্ডিওলজিস্ট মোমেনুজ্জামানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

গত বৃহস্পতিবার হৃদরোগে আক্রান্ত হওয়ায় তাকে রাজধানীর ইসলামী ব্যাংক হাসপাতাল, পরে হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়। কিন্তু শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটলে ইউনাইটেড হাসপাতালে স্থানান্তর করা হয়। এ প্রসঙ্গে সাদেক বাচ্চুর শ্যালক মাজহারুল ইসলাম শ্যামল জানান, দুলাভাইয়ের শারীরিক অবস্থা মোটেও ভালো নয়। এ নিয়ে আমরা ভীষণ দুশ্চিন্তায় আছি। সাদেক বাচ্চুর সহধর্মিণী শাহনাজ জাহান, দু মেয়ে মেহজাবিন ও নওশীন এবং একমাত্র ছেলে সোয়ালেহীন তার আরোগ্য কামনা করে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *