সাতক্ষীরা সীমান্তে কাঁটাতারের বেড়ায় বাংলাদেশির লাশ

13774156442_16_879eb8মাথাভাঙ্গা অনলাইন ঃ  সাতক্ষীরার বৈকারী সীমান্তে বাবু মিয়া (৩৫) নামে এক বাংলাদেশির মৃতদেহ পাওয়া গেছে। নিহতের পরিবারের অভিযোগ, বিএসএফ তাকে হত্যা করেছে। কিন্তু দায় এড়াতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে বলে নাটক করছে।
রবিবার সকাল ৮টার দিকে ভারতের কৈজুড়ি ক্যাম্পের বিএসএফ তার মরদেহ উদ্ধার করে। নিহত বাবু মিয়া সাতক্ষীরার আশাশুনি উপজেলার আ: মুজিদ সরদারের ছেলে।
বিএসএফ সদস্যরা জানায়, অবৈধ পথে ভারতে আসার সময় সীমান্তের কাঁটাতারের বেড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি নিহত হয়েছেন।
সাতক্ষীরা ৩৮ বিজিবি’র অপারেশন অফিসার মেজর মাযহার  বলেন, দুপুর ১২টার দিকে দু’দেশের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে বাবু মিয়ার মরদেহ বাংলাদেশে ফেরত পাঠানো হবে।

নিহতের পরিবারের সদস্যরা জানান, ভারত থেকে চিকিৎসা নিয়ে দেশে ফিরছিলেন বাবু মিয়া। এ সময় বিএসএফ সদস্যরা তাকে মারপিট করে কাঁটাতারের বেড়ায় ঝুলিয়ে রাখে। পরে তাকে বিদ্যুৎস্পৃষ্ট করে হত্যা করে।