সাকা চৌধুরীর ফাঁসির রায় বিরোধীদলকে দমনের চক্রান্ত : মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার: মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী সুবিচার পাননি বলে দাবি করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রায়ের একদিন পর দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। সাকা চৌধুরীর ফাঁসির রায়কে বিরোধীদলকে দমনের চক্রান্ত দাবি করে এর প্রতিবাদে আজ বৃহস্পতিবার দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছেন ফখরুল। কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে ঢাকায় বিক্ষোভ হবে বিকাল তিনটায় সোহরাওয়ার্দী উদ্যানে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এখন পর্যন্ত সাতটি রায় দেয়া হলেও এই প্রথম কোনো প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি। তবে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কোনো প্রশ্ন করতে দেয়া হয়নি। লিখিত বক্তব্য পাঠ করে চলে যাওয়ার সময় সাংবাদিকরা প্রশ্ন করতে চাইলে মির্জা ফখরুল বলেন, কোনো প্রশ্ন নয়। ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, সালাউদ্দিন কাদের চৌধুরীর রায় সরকারের চক্রান্তের অংশ। ফাঁস হওয়া রায় আইন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিবের দপ্তর থেকে এসেছে বলেও দাবি করেন তিনি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে বলেন, আইন প্রতিমন্ত্রী মন্ত্রণালয় থেকে রায় ফাঁস হওয়ার কথা শিকার করে তদন্তের কথা বলেছেন। ট্রাইব্যুনালের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরিও করা হয়েছে। এ থেকে প্রমাণ হয় সালাউদ্দিন কাদের চৌধুরী সুবিচার পাননি। মির্জা ফখরুল বলেন, ফাঁসির রায় দেয়ায় আমরা বিস্মিত হয়েছি। বিএনপি সব সময় আন্তর্জাতিক মানসম্মত বিচারের পক্ষে। কিন্তু প্রমাণ হয়েছে সরকার রাজনৈতিক প্রতিপক্ষ দমনের জন্য রায় দিয়েছে।