সাউথ সুদানে জরুরি ভিত্তিতে শান্তিরক্ষী পাঠাচ্ছে বাংলাদেশ

স্টাফ রিপোর্টার: জাতিসংঘ মহাসচিবের অনুরোধের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে জরুরি ভিত্তিতে দক্ষিণ সুদানে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর প্রস্ততি নেয়া হয়েছে। আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বৃহস্পতিবার এ কথা জানানো হয়েছে। এতে জানানো হয়, সর্বাধিক শান্তিরক্ষী প্রেরণকারী দেশগুলোর অন্যতম হিসেবে বাংলাদেশ আন্তর্জাতিক পরিমণ্ডলে স্বীকৃত ও প্রশংসিত হয়েছে। পেশাদারীত্ব, শৃঙ্খলা, কর্তব্যপরায়ণতা ও মানবতাবোধের কারণে বাংলাদেশি শান্তিরক্ষীরা সারা বিশ্বের আস্থা অর্জন করেছে। জাতিসংঘের মহাসচিব সাউথ সুদানে জরুরিভিত্তিতে একটি পদাতিক ব্যাটালিয়ন, একটি সামরিক হাসপাতাল ইউনিট, সামরিক পরিবহন বিমান এবং সামরিক হেলিকপ্টার পাঠানোর প্রয়োজনীয়তা উল্লেখ করেন। ওই অনুরোধের প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর নির্দেশে সেনাবাহিনী এবং বিমানবাহিনী ৪৮ ঘণ্টার মধ্যে সাউথ সুদানে জনবল এবং বিমান পাঠাতে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে। জাতিসংঘের তত্ত্বাবধানে ওই জনবল ও সরঞ্জামাদির পরিবহন যেকোনো সময় শুরু হবে। দক্ষিণ সুদানের বর্তমান পরিস্থিতিতে, দ্রুত পদক্ষেপ গ্রহণ, বাংলাদেশের প্রতি জাতিসংঘের আস্থা সুদৃঢ় করতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *