সাংবাদিক বেবী মওদুদের ইন্তেকাল

 

স্টাফ রিপোর্টার: সাংবাদিক ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এএন মাহফুজা খাতুন বেবী মওদুদ আরনেই। গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে……রাজেউন)। তার বয়স হয়েছিলো ৬৬ বছর। তিনিক্যান্সারে ভুগছিলেন।বেবী মওদুদের মৃত্যুতে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন।বিডিনিউজটোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী জানান, বেবী মওদুদপ্রতিষ্ঠানটির সোশ্যাল অ্যাফেয়ার্স এডিটর হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।বেবীমওদুদ ১৯৪৮ সালের ২৩ জুন কোলকাতার বর্ধমান জেলায় জন্মগ্রহণ করেন। তার বাবাআবদুল মওদুদ ছিলেন একজন বিচারপতি। আর মায়ের নাম হেদায়েতুন নেসা। ছয় ভাই ওতিন বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়।১৯৬৭ সাল থেকে সাংবাদিকতায় জড়িত বেবীমওদুদ দৈনিক সংবাদ, বিবিসি, দৈনিক ইত্তেফাক, বাসস ও সাপ্তাহিক বিচিত্রায়দীর্ঘদিন কাজ করার পর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে যোগ দেন।মুক্তিযুদ্ধেরআগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থাকার দিনগুলোতেই পূর্ব পাকিস্তানছাত্র ইউনিয়নের সদস্য হিসেবে ছাত্র রাজনীতিতে যুক্ত হন বেবী মওদুদ।১৯৭১সালে বাংলায় স্নাতকোত্তর ডিগ্রি পাওয়ার আগে ১৯৬৭-৬৮ সময়ে রোকেয়া হল ছাত্রীসংসদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। নব্বইয়ের দশকেযুদ্ধাপরাধীদের শাস্তির দাবিতে ঘাতক-দালাল নির্মূল কমিটির আন্দোলনেওসোচ্চার ছিলেন বেবী মওদুদ। নবম জাতীয় সংসদে তিনি আওয়ামী লীগের মনোনয়নেসংরক্ষিত নারী আসন থেকে সাংসদ নির্বাচিত হন। সমাজকল্যাণমন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এবং লাইব্রেরির কমিটির সদস্যহিসেবেও তিনি দায়িত্ব পালন করেন। সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন বিষয়েনিয়মিত লেখালেখিতে যুক্ত ছিলেন বেবী মওদুদ।