সাঁতার না জেনেও সমুদ্রে ভেসে গিয়ে ফেরা

মাথাভাঙ্গা মনিটার: তাইওয়ানের এক ব্যক্তি সমুদ্রে মৃত্যুর সাথে ৬০ ঘণ্টা লড়াই করে বেঁচে ফিরেছেন। তারচেয়ে বিস্ময়কর বিষয় হচ্ছে তিনি সাঁতার জানতেন না। গত শুক্রবার বড় একটি ঢেউয়ের কবলে পড়ে ৪২ বছর বয়সী সেং লিন-ফা হুয়ালিন কাউন্টি বিচ থেকে সমুদ্রে ভেসে যান। দু দিন পর সেখান থেকে প্রায় ৭৫ কিলোমিটার দূরে অন্য একটি বিচ থেকে তাকে উদ্ধার করেন উদ্ধারকর্মীরা। সেং একটি কাঠের টুকরা ধরে ভেসে ছিলেন। চিকিৎসকরা জানান, সেংয়ের কিছুটা পানিশূন্যতা দেখা দিয়েছে। এছাড়া দীর্ঘসময় লবণ পানিতে থাকার কারণে তার বাহুতে কয়েক জায়গায় ঘায়ের মতো হয়েছে। ডা. চেন তিয়েন-সু বলেন, তার সাথে কোনো খাবার বা পানি ছিলো না। তারপরও সেং এর বেঁচে থাকাটা সত্যিই অলৌকিক ছিলো।