সরোজগঞ্জ তেতুল শেখ কলেজের পরিবেশ দেখে মুগ্ধ হলেন এডিসি দেব প্রসাদ পাল

সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদরের সরোজগঞ্জ তেতুল শেখ কলেজের মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুর সাড়ে ১২টায় কলেজ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
কলেজের প্রতিষ্ঠাতা ও কলেজ পরিচালনা  কমিটির সভাপতি হাজি আব্দুল্লা শেখের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্তি জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দেব প্রশাদ পাল। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা কৃষক লীগের সাবেক সভাপতি ও কলেজের শিক্ষা বিভাগের চেয়ারম্যান হাজি আজিজুল হক, সদর উপজেলা নির্বাহী অফিসার কেএম মামুনউজ্জামান, জেলা কৃষক লীগের সভাপতি ও  তেতুল শেখ কলেজের শিক্ষা কমিটির সদস্য, চুয়াডাঙ্গা জেলা ইটভাটা মালিক সমিতির সম্পাদক আব্দুল মোতালেব, ছাদেমান নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি পদ্মবিলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু তাহের বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রভাষক রেজাউল করিম। মতবিনিময়সভার আগে প্রধান অতিথি কলেজের বিভিন্ন শ্রেণি কক্ষ বিজ্ঞানগার, পাঠাগার সকল বিষয়ে খোঁজখবর নেন। কলেজের সার্বিক বিষয়ে প্রধান অতিথি বলেন অল্প সময়ে এত সুন্দর পরিবেশ দেখে আমি মুগ্ধ। এছাড়া কলেজটি ফলাফলের দিক দিয়ে ৩ বার জেলার প্রথম হওয়াতে আমি আমার পক্ষ থেকে তেতুল শেখ কলেজের পরিচালনা কমিটি, শিক্ষকসহ সকলকে ধন্যবাদ জানাই। কলেজটি বহুদুর এগিয়ে যাবে সেই কামনা করি।