সরোজগঞ্জে ক্যাম্পেইনসভায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক

জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন নিশ্চিত করণে

 

সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের হলরুমে জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন নিশ্চিত করেন ক্যাম্পেইন সভা অুনষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুস। ক্যাম্পেইনসভায় প্রধান অতিথি বলেন, জন্ম নিবন্ধন স্কুলে ভর্তি, পাসপোর্টসহ সকল কাজে লাগবে। তাছাড়া সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা পেতে জন্ম নিবন্ধনের বিকল্প নেই। আগে নিজের বয়স প্রতারণা করে অনেক কিছুই করা যেতো, তা আর সম্ভব হবে না। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় কুতুবপুর ইউপি চেয়ারম্যান আলী আহাম্মদ হাসানুজ্জামান মানিকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরা, চুয়াডাঙ্গা জেলা কৃষক লীগের সভাপতি আজিজুল হক, চুয়াডাঙ্গা সদর উপজেলা আ.লীগের সভাপতি আব্দুল মান্নান নান্নু, কুতুবপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি হাজি মজিবর রহমান, সহসভাপতি ওসমান গনি সাধারণ সম্পাদক আব্দুল লতিফ সরদার, চুয়াডাঙ্গা সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সভাপতি জুয়েল রানা, ইউপি সচিব মোসারেফ হোসেন, শফিকুল ইসলাম মিলন, ইউপি সদস্য মোখলেচুর রহমান, জামাত আলী, রিনা পারভিন, ডা. আলম হোসেন, মিলি ইয়াসমিন, মালেকা খাতুন, রেজাউল করিম, ওয়াজির আলী, ওহিদুল ইসলাম, এলাহি মোল্লা, হাসান আলী প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন কুতুবপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান। কুতুবপুর ইউপি চেয়ারম্যান বলেন, জন্মের ৪৫ দিনের মধ্যে নিবন্ধন করলে কোনো ফিস দিতে হবে না।