সরকারের নীতিকাঠামো দুর্নীতির হাতে জিম্মি

 

স্টাফ রিপোর্টার: কালোটাকা সাদা করার বিধান অব্যাহত রাখায় সরকারের নীতিকাঠামো দুর্নীতির হাতেজিম্মি হয়ে পড়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। একইসাথে সরকারকে বিধানটি বাতিলের আহ্বান জানিয়েছে সংস্থাটি। গতকালরোববার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে সংস্থাটি।এবারবাজেটে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে না জানালেও গত শনিবার জাতীয় সংসদেপাস করা অর্থবিলে আবাসন খাতে বিনিয়োগের সুযোগের মাধ্যমে কালো টাকা বৈধ করারবিধান রেখেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।বিবৃতিতেটিআইবি’র নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, কালো টাকা সাদা করারঅনৈতিক বিধানটি অব্যাহত রাখায় সরকারের নীতিকাঠামো দুর্নীতির হাতে জিম্মিহয়ে পড়েছে বলে স্পষ্টভাবে প্রতীয়মান হয়। একদিকে এমন বিধানের বিরুদ্ধে সংসদ ওসংসদের বাইরে অর্থমন্ত্রী বিভিন্নভাবে অবস্থান গ্রহণ করেও কোনো প্রকারযৌক্তিক ব্যাখ্যা প্রদান ছাড়াই অনৈতিকতাবান্ধব এ সুযোগটি আবারও অব্যাহতরাখা যেমন হতাশাব্যঞ্জক তেমনি বিব্রতকর।এটি সংবিধানের২০(২) অনুচ্ছেদের সাথে সাংঘর্ষিক এবং সরকারের ঘোষিত দুর্নীতির বিরুদ্ধেআপোসহীন মনোভাববা বিদেশ থেকে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনার ঘোষিত উদ্যোগেরপরিপন্থী। পরস্পরবিরোধী এ অবস্থানের ফলে দেশে দুর্নীতিকে পুরস্কৃত করা ওপ্রাতিষ্ঠানিকীকরণের দৃষ্টান্ত স্থাপিত হচ্ছে।বিবৃতিতেআরও বলা হয়, আবাসন খাতের সৎ ক্রেতাদের জন্য বিধানটি বৈষম্যমূলক হবে এবং তাজনগণকে অনৈতিক আয়ে উদ্বুদ্ধ করবে। শুধু তাই নয়, সরকারের এ অবস্থান আবাসনখাতে বিদ্যমান অনিয়মকে প্রশ্রয় দেয়ার পাশাপাশি খাতটিকে একটি সরকারিপৃষ্ঠপোষকতানির্ভর দুর্নীতি সহায়ক খাত হিসেবেও পরিগণিত করবে।