সরকারি চাকরি দেয়ার আশ্বাসে ৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

সিংনগরের আমিরের বিরুদ্ধে প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন

দর্শনা অফিস: সরকারি মৎস্য বিভাগে চাকরি দেয়ার কথা বলে ৩ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে সিংনগরের অবসরপ্রাপ্ত শিক্ষক আমির হোসেনের বিরুদ্ধে। প্রতারিত জাহিদুল সাংবাদিক সম্মেলন করেছে। জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের সিংনগরের মুক্তার হোসেনের ছেলে জাহিদুল ইসলাম গতকাল রোববার বিকেলে প্রেসক্লাব দর্শনায় সাংবাদিক সম্মেলন করেছেন। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে জাহিদুল ইসলাম অভিযোগ করে বলেছেন, একই গ্রামের এলাম বক্সের ছেলে অবসরপ্রাপ্ত শিক্ষক আমির হোসেন এবং তার সহযোগী সিরাজুল ইসলাম তাকে সরকারি মৎস্য বিভাগে চাকরি দেয়ার কথা বলে মাস দুয়েক আগে ২ লাখ সাড়ে ৮১ হাজার টাকা হাতিয়ে নেয়। মাসখানেক আগে মহেশপুর মৎস্য বিভাগে চাকরির একটি ভূয়াপত্র দেয় জাহিদুলকে। পরে সেখানে খোঁজ নিয়ে জানা যায় তারা জাহিদুলকে ভূয়া নিয়োগপত্র দিয়েছে। এরপর থেকে টাকা ফেরত চাইলে আমির হোসেন এবং সিরাজুল ইসলাম বিভিন্নভাবে হুমকি-ধামকি দিচ্ছে। এ ঘটনায় জীবননগর থানায় ওই দু অভিযুক্ত প্রতারকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হয়। টাকা ফেরত পেতে প্রসাশনের সুদৃষ্টি কামনা করেছেন জাহিদুল ইসলাম। সংবাদ সম্মেলনে প্রেসক্লাব দর্শনার সকল সাংবাদিক উপস্থিত ছিলেন।