সংবাদপত্রের কণ্ঠরোধ করে শেষ রক্ষা হবে না : দুদু

 

 

স্টাফ রিপোর্টার: বিএনপিরচেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু অবিলম্বে পদত্যাগকরে দ্রুতআলোচনার মাধ্যমে গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ সৃষ্টির জন্য সরকারকে আহ্বানজানিয়েছেন। তিনি বলেন, অপশাসনের পরিণাম ভালো হয় না। তাই সময় থাকতেগণতন্ত্রের পথে ফিরে আসুন। গতকাল বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনেসংবাদপত্রবিরোধী কালো আইন প্রবর্তনের ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াও’ শীর্ষক মানববন্ধনে এসব কথা বলেন তিনি। বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলআয়োজিত মানববন্ধনে ডিআরইউর সভাপতি শাহেদ চৌধুরীকে অপহরণের চেষ্টাকারীদেরগ্রেফতারের দাবি জানানো হয়।প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে দুদু বলেন, সরকার রাজনৈতিক উদ্দেশ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করছে।এভাবে ক্ষমতায় টিকে থাকায় যায় না। অবৈধ শাসন থেকে পদত্যাগ করে নির্বাচনদিন। তাতে দেশ ও গণতন্ত্র রক্ষা পাবে।সরকারের বিরুদ্ধে লুটপাটের অভিযোগকরে তিনি বলেন, সরকারের আস্থাভাজনরা হাজার হাজার কোটি টাকা লুটপাট করছে।জনগণ বা দেশের দিকে তাদের নজর নেই। তারা লুটপাটে ব্যস্ত। দুদু বলেন, সংবাদপত্রের কণ্ঠরোধ করা মানে গণতন্ত্র ও দেশের কণ্ঠরোধ করা। এতে শেষরক্ষাহবে না।সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ওসমান গণির সভাপক্তিত্বে সংগঠনেরসহসভাপতি মিজান রহমান, প্রজন্ম একাডেমির সভাপতি কালাম ফয়েজী প্রমুখ বক্তব্যরাখেন।