শ্রমিকদেরবের করে দিয়েছে পুলিশ :সব গার্মেন্টসে ধর্মঘটের ডাক

 

 

স্টাফ রিপোর্টার: কারখানারভেতর থেকে তোবার শ্রমিকদের বের করে দিয়েছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বেলা ১টারদিকে ঢাকার বাড্ডায় অবস্থিত তোবার কারখানার ভেতরে বিপুল সংখ্যক পুলিশপ্রবেশ করে সব শ্রমিককে বের করে দেয়।এর আগে বেলা ১১টার দিকে গার্মেন্টসেপানি সরবরাহ বন্ধ করে দেয়া হয়। এসময় গার্মেন্টস শ্রমিকনেত্রী মোশরেফা মিশুও জলি তালুকদারসহ বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। ১টার দিকে তোবার পাঁচটিকারখানার অপর অংশের শ্রমিকরা বিক্ষোভসহ সড়ক অবরোধ করতে চাইলে পুলিশ তাদেরলাঠিচার্জ করে। এসময় শ্রমিকরা গাড়ি ভাঙচুর করলে পুলিশ রাবার বুলেট ওজলকামান নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এতে বেশ কয়েকজন শ্রমিক আহতহয়েছে।এসময় শ্রমিকরা বাস ভাংচুর করে।প্রায় যান চলাচল বন্ধ ছিলো। বেলা তিনটারদিকে যান চলাচল শুরু হয়। বর্তমানে এলাকার পরিস্থিতি থমথমে। এদিকে রাত নয়টারদিকে মোশরেফা মিশুকে পুলিশ ছেড়ে দেয়।

পুলিশের হাতে আটক হওয়ার আগে সবগার্মেন্টে ধর্মঘট ও শহীদ মিনারে অনশন কর্মসূচি ঘোষণা করেন গার্মেন্টশ্রমিকনেত্রী মোশরেফা মিশু। বেলা ২টা পর্যন্ত বাড্ডার প্রধান সড়কসহবিভিন্ন শাখা সড়কে শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষ চলে। দুপুরে এলাকারঅন্যান্য গার্মেন্টস কারখানাগুলোতে আকস্মিক ছুটি ঘোষণা করা হলে সেসবশ্রমিকরা সংঘর্ষে অংশ নেয়। এসময় বাড্ডা এলাকার দু পার্শ্বের দোকান পাট বন্ধহয়ে যায়। ওই এলাকার গার্মেন্টস মালিকদের লোকেরাও শ্রমিকদের প্রহিত করতেপুলিশের সাথে সংঘর্ষে অংশ নেয়।