শ্রমজীবী শিক্ষার্থীদের নিয়ে চুয়াডাঙ্গায় চ্যানেল আইয়ের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

 

স্টাফ রির্পোটার: শ্রমজীবী শিক্ষার্থীদের নিয়ে চুয়াডাঙ্গায় চ্যানেল আইয়ের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় স্থানীয় দৌলাতদিয়াড় শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় চত্বরে আয়োজিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি রাজীব হাসান কচি। চ্যানেল আই দর্শক ফোরাম আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন প্রেসক্লাব সভাপতি আজাদ মালিতা। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা সাংবাদিক সমিতির সভাপতি মাহতাব উদ্দিন, নাজমুল হক স্বপন, শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীমা খাতুন ও দৌলাতদিয়াড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম। স্বাগত বক্তব্য রাখেন স্বর্ণ কিশোরী আনিকা আনজুম প্রমা। এছাড়া বক্তব্য দেন প্রথম আলো প্রতিনিধি শাহ আলম সনি ও জিটিভি প্রতিনিধি রিফাত রহমান। উপস্থিত ছিলেন এনটিভি প্রতিনিধি রফিকুল ইসলাম, এটিএন বাংলা প্রতিনিধি রফিক রহমান, এসএটিভি ও নিউএজ প্রতিনিধি বিপুল আশরাফ, এশিয়ান টিভি প্রতিনিধি আব্দুস সালাম, ব্যবসয়ী রনজু কবির জোয়ার্দ্দার, মোকারম হোসেন প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন চ্যানেল আই দর্শক ফোরামের আহ্বায়ক রংধনু কোচিং সেন্টারের পরিচালক মো. আব্দুস সালাম। সঞ্চালনায় ছিলেন সাংবাদিক অধ্যাপক শেখ সেলিম।  পরে অতিথিরা জন্মদিনের কেক কাটেন। শেষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বিদ্যালয় প্রদক্ষিণ করে।

মেহেরপুর অফিস জানিয়েছে, আঠারোয় জয়ধ্বনি এই স্লোগানে মেহেরপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে চ্যানেল আই ১৮ বছরে পদার্পণ অনুষ্ঠান। অনুষ্ঠানসূচির মধ্যে ছিলো আলোচনাসভা ও কেক কাটা। মেহেরপুর প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠানে প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা তুহিন অরণ্যের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আহসান উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর পৌর ডিগ্রি কলেজের অধ্যক্ষ একরামুল আযীম ও জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও উদীচীর জেলা সভাপতি অ্যাড. ইব্রাহীম শাহীন। শুভেচ্ছা বক্তব্য রাখেন চ্যানেল আই-এর মেহেরপুর প্রতিনিধি গোলাম মোস্তফা। এছাড়া আরো বক্তব্য রাখেন পলাশ খন্দকার, নির্বাহী সম্পাদক ইয়াদুল মোমিন, আবু আক্তার ও রাশেদুজ্জামান। আলোচনা শেষে প্রধান অতিথি চ্যানেল আই-এর জন্মদিনের কেক কাটেন। অনুষ্ঠানে জেলায় কর্মরত ইলেক্ট্রনিক, অনলাইন ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।