শেয়াল মারা বিদ্যুতের ফাঁদে বাপ-ছেলে

স্টাফ রিপোর্টার: শশার ক্ষেতে শেয়ালের উত্পাত বড্ড বেড়েছে। উপায়ান্তর না পেয়ে শশার ক্ষেতেবিদ্যুতের তার দিয়ে শেয়াল মারা ফাঁদ পাতা হয়। শেয়াল নয়, সেই ফাঁদে পড়ে ওইক্ষেতের কৃষক ও তার ছেলের মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকালে বগুড়ার আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউনিয়নের ভেনলা গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।এ ঘটনায় মারা গেছেন বিমল চন্দ্র বর্মণ (৫২) ও তার ছেলে বিধান চন্দ্র বর্মণ (২৬)।