শীর্ষ ভারতীয় জঙ্গি নেতা ইয়াসিন ওরফে শাহরুখ অবশেষে পুলিশের খাঁচায়

মাথাভাঙ্গা অনলাইন : ভারতের শীর্ষ জঙ্গি গ্রুপ ইন্ডিয়ান মুজাহিদিনের  প্রধান ইয়াসিন ভাতকালকে গ্রেপ্তার করেছে দেশটির গোয়েন্দারা। বুধবার রাতে বিহারের ভারত-নেপাল সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াসিনকে গ্রেপ্তার করা হয় বলে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্দে।গত পাঁচ বছর ধরে ইয়াসিনকে খুঁজে বেড়াচ্ছিলেন ভারতীয় গোয়েন্দারা। তার বিরুদ্ধে সম্প্রতি ভারতের পুনে, ব্যাঙ্গালোর, হায়দরাবাদ এবং দিল্লিসহ বেশ কিছু স্থানে সন্ত্রাসী হামলার নেতৃত্ব দেয়ার অভিযোগ রয়েছে।বর্তমানে ইয়াসিনকে বিহার পুলিশের কাস্টডিতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।ঠিক কোন গোয়েন্দা সংস্থা ইয়াসিনকে গ্রেপ্তার করেছে সে সম্পর্কে অবশ্য স্পষ্ট করে বলেননি সিন্দে।একটি সূত্র জানিয়েছে, ইয়াসিনের সঙ্গে ভারতীয় গোয়েন্দারা তার ঘনিষ্ঠ সঙ্গী মুজাহিদিন নেতা আখতারকেও গ্রেপ্তার করেছে।উল্লেখ্য, গ্রেপ্তারকৃত ইয়াসিনের আসল নাম আহমেদ জারার সিদ্দিবাপ্পা। তার দলে তিনি শাহরুখ নামেও পরিচিত।123চলতি মাসেই আরেক জঙ্গি নেতা আব্দুল করিম টুন্ডাকে গ্রেপ্তারের পরই ইয়াসিনকে গ্রেপ্তার করে ভারতীয় গোয়েন্দারা আরেকটি সাফল্য পেলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *