শীতে শিশু রোগী নিয়ে কষ্ট দেখেই সেবিকা দিলেন বৈদ্যুতিক চুলা

স্টাফ রিপোর্টার: শীত এসেছে, প্রতিবার শীতের সময়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে শিশুরোগী নিয়ে গরম পানির জন্য বিড়ম্বনায় পড়েন রোগীর লোকজন। দৃশ্য দেখে ভালো লাগে না। তাই হাসপাতালের স্টাফ নার্স রোজিনা পারভিন নিজের টাকা দিয়ে একটি বৈদ্যুতিক চুলা কিনে শিশু ওয়ার্ডে দিয়েছেন।

‌গতকাল বুধবার একদিকে হাসপাতালের যেমন ফিরেছে পরিবেশ, তেমনই স্টাফ নার্স রোজিনা পারভিন শিশু রোগীদের জন্য ইলেক্ট্রিক চুলা দিয়ে নিজের উজ্জ্বলতা ছড়িয়েছেন। অনেকেই অভিনন্দন জানিয়েছেন সেবিকা রোজিনাকে। তিনি বলেছেন, প্রতি বছরেই দেখি শীতের সময় শিশু রোগীদের নিয়ে দুর্ভোগ পোয়ান রোগীর লোকজন। পানি গরম, সুজি সাবু বার্লি রান্নার জন্য এখান থেকে ওখানে ছুটতে হয়। শিশুদের কথা ভেবেই মূলত নিজের টাকা দিয়ে ইলেক্ট্রিক চুলাটা কিনে দিলাম। শিশু রোগীদের উপকার হলে ভালো লাগবে।