শিশুদের জাতীয় মৌসুমি প্রতিযোগিতায় আলমডাঙ্গা কলাকেন্দ্রের ৩য় স্থান অর্জন

আলমডাঙ্গা ব্যুরো: জেলার অন্যতম প্রধান সাংস্কৃতিক সংগঠন আলমডাঙ্গা কলাকেন্দ্র গৌরবের ধারা অব্যাহত রেখেছে। শিশুদের জাতীয় মৌসুমি প্রতিযোগিতায় দেশাত্মবোধক জারিগানে অংশ নিয়ে সারাদেশে ৩য় স্থান অর্জন করেছে।
জানা গেছে, গত ১২ অক্টোবর আলমডাঙ্গা উপজেলা পর্যায়ের শিশুদের জাতীয় মৌসুমি প্রতিযোগিতা’১৭-তে দেশাত্মবোধক জারিগানে অংশগ্রহণ করে আলমডাঙ্গা কলাকেন্দ্রের ৪ শিশু শিক্ষার্থী শ্রেষ্ঠত্ব অর্জন করে। এরপর গত ১৮ অক্টোবর জেলা ও গত ২০ অক্টোবর বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিয়ে তারা সবগুলো প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করে জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ লাভ করে। গতকাল ২৫ অক্টোবর ঢাকাস্থ বাংলাদেশ শিশু একাডেমিতে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ওই প্রতিযোগিতায় তারা সারাদেশে ৩য় স্থান অর্জন করেছে। কলাকেন্দ্রের এ কৃতী শিক্ষার্থীরা হলো- সিনথিয়া, এষা, অরিন ও রিয়া। জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত শিল্পী ইন্দ্রমোহন রাজবংশী, নাদিরা বেগম ও ফরিদা পারভীন।