শিবগঞ্জে দোকানে আগুন দিয়ে আ.লীগ নেতাকে পুড়িয়ে হত্যা

স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা বাজারে বিএনপি ক্যাডাররা আওয়ামী লীগ নেতা ও শিবগঞ্জ বণিক সমিতির সভাপতি এনামুল হককে গত সোমবার রাতে পুড়িয়ে হত্যা করেছে। আগুনে ভস্মীভূত হয়েছে দোকানের দেড় কোটি টাকার মালামাল। রাত ৭টার দিকে বিএনপির ৫০-৬০ জন ক্যাডার শিবগঞ্জ শিল্প বণিক সমিতির সভাপতি আওয়ামী লীগ নেতা এনামুল হকের হার্ডওয়ারের দোকানে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করে। সংবাদ পেয়ে জেলা প্রশাসক সরদার সরাফত আলী ও পুলিশ বশির আহম্মেদ আইনশৃঙ্খলা বাহিনীসহ ঘটনাস্থলে গিয়ে দমকল বাহিনীর সহায়তায় দীর্ঘ ৩ ঘণ্টা চেষ্টার পর আগুন নেভায়। পরে রাত ১১টার দিকে ভস্মীভূত দোকানের ভেতর থেকে আওয়ামী লীগ নেতা এনামুল হকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এছাড়াও একই সময় বিএনপি ক্যাডাররা বণিক সমিতির সিনিয়র সহসভাপতি জাসদ নেতা আবু বাক্কারের হার্ডওয়ার ও আওয়ামী লীগ কর্মী নয়ন খানের গার্মেন্টের দোকানে ভাঙচুর চালায়। এর আগে দুপুরে কানসাটে ৩টি দোকান ও আওয়ামী লীগ কর্মী এমদাদের বাড়ি ভাঙচুরসহ আগুন দেয়। সোমবার রাতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে আওয়ামী লীগ নেতা হার্ডওয়ার ব্যবসায়ী আলহাজ এনামুল হককে (৬৫) পুড়িয়ে হত্যার ঘটনায় বিএনপির ৬ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতব্যাপী অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনার তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়ে অপরাধীদের চিহ্নিত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি মো. আবদুল ওয়াহেদ। আগামী পৌর নির্বাচনে মেয়র পদে নির্বাচন করবেন বলে ঘোষণা দিয়েছিলেন। এদিকে রাতেই লাশ উদ্ধারের পর গতকাল মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ। এ নাশকতা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে শিবগঞ্জ উপজেলায় অঘোষিত ধর্মঘট পালিত হচ্ছে। সকাল থেকেই সব ধরনের যানবাহন চলাচল ও দোকানপাট বন্ধ রয়েছে। পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।