শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে ১৭ সেপ্টেম্বর ঢাকায় সমাবেশ : সেক্রেটারি বহিষ্কৃত

 

স্টাফ রিপোর্টার: নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সেক্রেটারি অধ্যক্ষ তাপস কুমার কুণ্ডুকে বহিষ্কার করা হয়েছে। সংগঠন বিরোধী কর্মকাণ্ড পরিচালনা করার কারণে তাকে বহিষ্কার করা হয় বলে সংগঠনের সভাপতি অধ্যক্ষ মো. এশারত আলী স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। গত ৮ সেপ্টেম্বর ঢাকায় কর্নেল তাহের মিলনায়তনে সংগঠনের কেন্দ্রীয় কমিটির এক বৈঠকে তাপস কুমার কুণ্ডুকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়। এ ছাড়া সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১০টা থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে সকল স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি) এমপিওভুক্তির দাবিতে শিক্ষক-কর্মচারীদের সমাবেশ অনুষ্ঠিত হবে। সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে সমাবেশে অংশ নেয়ার জন্য শিক্ষক-কর্মচারীদের প্রতি বিশেষভাবে অনুরোধ করেছেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো. এশারত আলী।