শিক্ষককে পেটালো জাবির ছাত্রলীগ নেতা

স্টাফ রিপোর্টার: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষককে পেটানোর পর ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠন ছাত্রলীগের এক নেতাকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক গোলাম মঈনুদ্দীনকে মারধরের অভিযোগে সাময়িক বহিষ্কৃত ছাত্র মামুন খান। শিক্ষক মঈনুদ্দীনের বিভাগের ছাত্র মামুন ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক। গতকাল বৃহস্পতিবার বিকেলে সমাজ বিজ্ঞান ভবনের নিচতলায় মামুন তার ওপর চড়াও হয় বলে মঈনুদ্দীন জানিয়েছেন। ওই ভবনের তৃতীয় তলায় নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ। রাতে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির বৈঠকে মামুনকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত হয়। উপাচার্য অধ্যাপক এমএ মতিন এ সভায় সভাপতিত্ব করেন। শৃঙ্খলা কমিটির সদস্য বাংলা বিভাগের শিক্ষক সাজ্জাদ সুমন বলেন, মামুনকে সাময়িক বহিষ্কার করা ছাড়াও দুটি সিদ্ধান্ত হয়েছে। মামুনকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, ৪৮ ঘণ্টার মধ্যে তার কারণ দর্শাতে তাকে নোটিস দেয়া হবে। এছাড়া তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন বাদী হয়ে মামলা করবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *