শাহজালালে সাড়ে ২১ কেজি সোনা উদ্ধার : আটক ৩

স্টাফ রিপোর্টার: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে সাড়ে ২১ কেজি সোনা উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত বিমানবন্দরের গ্রিন চ্যানেল এলাকাসহ কয়েকটি পয়েন্টে অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয়। এ সময় তিনজনকে আটক করেছেন শুল্ক গোয়েন্দা অধিদফতরের কর্মকর্তারা। শুল্ক গোয়েন্দা অধিদফতরের মহাপরিচালক মইনুল খান জানান, উদ্ধারকৃত এসব সোনার আনুমানিক মূল্য ১১ কোটি টাকা। এ ঘটনায় সিভিল অ্যাভিয়েশনের কর্মচারী সাইফুল ইসলাম, যাত্রী হাসেম ও মনির হোসেনকে আটক করা হয়েছে। আমর্ড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার শেখ শরিফউজ্জামান বলেন, বৃহস্পতিবার রাত ৮টার দিকে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমান থেকে সাড়ে ১১ কেজি সোনা উদ্ধার করা হয়। এরপর পৃথক আরেকটি অভিযানে টাইগার এয়ারলাইন্সের একটি বিমানের ৩ যাত্রীকে তল্লাশি করে ১০ কেজি সোনা উদ্ধার করা হয়েছে। আটক ৩ জনের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।